Last Updated: March 31, 2014 20:16

কেশিয়ারির জনসভায় দেরি করে পৌছলেন মুখ্যমন্ত্রী। তার জন্য কপ্টার বিভ্রাটকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়। কপ্টার খারাপ হওয়ার পিছনে রীতিমতো চক্রান্তের অভিযোগও করলেন তিনি। কপ্টার বিভ্রাটের জেরে আজ গাড়িতেই কেশিয়ারি যেতে হয় মুখ্যমন্ত্রীকে।
কেশিয়াড়িতে তৃণমূলের জনসভায় নিজেকে ভোট দেওয়ার আবেদন জানালেন ঘাটালের তারকা প্রার্থী দেব।ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস, সিপিআইএম , বিজেপির একজোট হওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ কেশিয়ারির সভায় কংগ্রেস , সিপিআইএম, বিজেপির মধ্যে গোপন আঁতাতের দাবি করলেন মুখ্যমন্ত্রী। কেশিয়াড়ির সভা থেকে বিরোধীদের কড়া ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি এ রাজ্যের স্বার্থে কংগ্রেস বিজেপি সিপিআইএম নয় তৃণমূলকেই নির্বাচিত করা উচিত।
সোমবার কেশিয়ারিতে প্রথম নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী। আর শুরুতেই ধাক্কা এবং বিতর্ক। এ দিনের সভা শুরু হওয়ার কথা ছিল বেলা একটা নাগাদ। কিন্তু মুখ্যমন্ত্রী পৌছলেন দুপুর তিনটেয়। এদিকে বারোটা থেকে প্রচণ্ড গরমে অপেক্ষায় ছিলেন মানুষ। মুখ্যমন্ত্রী ঘণ্টা তিনেক দেরিতে পৌছনোয় ক্ষোভ ছড়াতে থাকে তাঁদের মধ্যে।
সভায় পৌছেই দেরির জন্য দুষলেন নিজের বাহনটিকে। কপ্টার বিভ্রাটের জন্যই নাকি তাঁর সভায় পৌছতে দেরি হয়েছে। হেলিকপ্টার খারাপ হওয়ার জন্য রীতিমতো চক্রান্তের অভিযোগও করলেন
মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারের জন্য যে বেসরকারি সংস্থার সঙ্গে তৃণমূল চুক্তিবদ্ধ, তাদের পক্ষ থেকে কপ্টারবিভ্রাটের তত্ত্ব খারিজ করে বলা হয়েছে, এ দিনের সভার জন্য একেবারে শেষ মুহূর্তে বলা হয় সংস্থাকে। তার জেরেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। ওয়াকিবহাল মহলের মত, যে কোনও কারণেই হোক না কেন, সভায় পৌছতে দেরি হয়েছে মুখ্যমন্ত্রীর। ক্ষুব্ধ জনতাকে সামাল দেওয়ার জন্য তাই কপ্টারবিভ্রাটের তত্ত্ব খাড়া করে সেই অসন্তোষ সামাল দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।
First Published: Monday, March 31, 2014, 20:16