Last Updated: Friday, December 27, 2013, 15:00
বলিউডের একমাত্র খান ব্যাচেলর আজ ৪৮ পূর্ণ করলেন। অন্য সব খানেরা সুখে সংসার করলেও সলমন শুধু অবিবাহিতই নন, সম্প্রতি কফ উইথ করণে জানিয়েছেন তিনি ভার্জিন। জীবনে ১১ জন নারী আসা সত্ত্বেও! জন্মদিনে ফিরে দেখা যাক সলমনের জীবনের নারীদের-