Last Updated: June 26, 2014 18:52

ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল শাহরুখ খানের গাড়ির চালককে। অভিযোগ, সঙ্গীতা বিজলানির নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ করেছেন তিনি। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বান্দ্রা থানার পুলিস।
শাহরুখের বিএমডব্লিউ চালান ৩৪ বছরের রাজেন্দ্রকুমার গৌতম ওরফে পিন্টু মিশ্র। পুলিস সূত্রে খবর, আন্ধেরি ইস্টের আসালফার বাসিন্দা পিন্টু, সঙ্গীতা বিজলানির বাড়ির পরিচারিকাকে শাহরুখের বাড়িতে কাজ দেওয়ার নাম করে নালাসোপাড়া রেল স্টেশনের কাছে একটি গেস্ট হাউজে ডেকে নিয়ে যান। সেখানেই ১৭ বছরের ওই মহিলাকে পিন্টু ধর্ষণ করেন বলে জানা গিয়েছে। মাত্র পাঁচ মাস আগে কাজের খোঁজে লাটুর থেকে মুম্বই আসেন ওই মহিলা। এক বন্ধুর কাছ থেকে তার ফোন নম্বর জোগার করেন পিন্টু। গত ১৮ জুন তাকে ফোন করে পিন্টু বলেন শাহরুখের মতো সুপারস্টারের বাড়িতে কাজ করলে অনেক বেশি টাকা রোজগার করতে পারেন তিনি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এরপর থেকে রোজই তারা ফোনে কথা বলতেন। শাহরুখের বাংলোতেও তাকে নিয়ে যান পিন্টু। পিন্টুর কথাতেই ২০ জুন সঙ্গীতার বাড়ির কাজও ছেড়ে দেন মহিলা। এরপরই ওই গেস্ট হাউজে পিন্টুর সঙ্গে দেখা করেন তিনি। সেইরাতেই তাকে পিন্টু ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনা চেপে রাখার জন্য হুমকিও দেওয়া হয়। এরপর গতকাল পিন্টুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। ভীত, সন্ত্রস্ত মহিলা পুলিসকে জানান লাটুর ফিরে যেতে চান তিনি। তার অভিযোগের ভিত্তিতে সেদিন সন্ধেতেই পিন্টুকে গ্রেফতার করে ৩৭৬(ধর্ষণ) ধারায় এফআইআর জারি করেছে পুলিস।
শাহরুখের ঘনিষ্ঠ সূত্রে খবর, বেশ কয়েকবার শাহরুখের ছেলে মেয়েদের গাড়ি চালিয়েছেন পিন্টু। মূলত তাঁর কনভয়ের একটি বিএমডব্লিউ চালাতেন তিনি।
First Published: Thursday, June 26, 2014, 18:52