Last Updated: Friday, December 6, 2013, 23:53
বিমল গিরির পর এবার উজ্জ্বল পাল। সারদা মামলার সাক্ষ্যগ্রহণ পর্বে ফের বয়ান বদলের অভিযোগ উঠল। তার জেরে রীতিমতো বিব্রত সারদা প্রতারণাকাণ্ডের তদন্তকারীরা। শুক্রবার ছিল বিধাননগর মহকুমা আদালতে সারদা প্রতারণা মামলার ৩১ ও ৩৬ নম্বর কেসের সাক্ষ্যগ্রহণ পর্ব। প্রথম সাক্ষ্য দিতে আসেন উজ্জ্বল পাল। সারদা সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন কর্মীদের বেতন দিচ্ছেন না। এই মর্মে একটি এফআইআর দায়ের করেছিলেন তিনি। শুক্রবারের সাক্ষ্যগ্রহণ পর্বে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবীরা উজ্জ্বল পালকে জেরা করেন। দুই আইনজীবীর দাবি, এফআইআরের বক্তব্যের সঙ্গে উজ্জ্বল পালের বক্তব্যে বিস্তর ফারাক ধরা পড়েছে।