Last Updated: Saturday, November 30, 2013, 19:09
সারদাকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে পারেন বলে খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকের নামই প্রকাশ্যে এনেছেন গ্রেফতার হওয়া সাংসদ কুণাল ঘোষ। সঠিক পথে তদন্ত চালানোর দাবিতে বিধাননগর কমিশারেটে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন বিশিষ্টরা। পুলিস তাঁদের ওপর লাঠিচার্জ করে, গ্রেফতারও করা হয়। আর তার প্রতিবাদেই ভাষ্য রচনা ও পাঠ করেছেন শাসক দলেরই আরেক সাংসদ কবীর সুমন।