Saradhah Chit fund - Latest News on Saradhah Chit fund| Breaking News in Bengali on 24ghanta.com
সারদাকাণ্ডে ঠিক তদন্ত চালানোর দাবি জানাতে গিয়ে গ্রেফতার বিশিষ্টরা, প্রতিবাদে ভাষ্যরচনা তৃনমূল সাংসদ কবীর সুমনের

সারদাকাণ্ডে ঠিক তদন্ত চালানোর দাবি জানাতে গিয়ে গ্রেফতার বিশিষ্টরা, প্রতিবাদে ভাষ্যরচনা তৃনমূল সাংসদ কবীর সুমনের

Last Updated: Saturday, November 30, 2013, 19:09

সারদাকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে পারেন বলে খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকের নামই প্রকাশ্যে এনেছেন গ্রেফতার হওয়া সাংসদ কুণাল ঘোষ। সঠিক পথে তদন্ত চালানোর দাবিতে বিধাননগর কমিশারেটে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন বিশিষ্টরা। পুলিস তাঁদের ওপর লাঠিচার্জ করে, গ্রেফতারও করা হয়। আর তার প্রতিবাদেই ভাষ্য রচনা ও পাঠ করেছেন শাসক দলেরই আরেক সাংসদ কবীর সুমন।