Last Updated: November 30, 2013 19:09

সারদাকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে পারেন বলে খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকের নামই প্রকাশ্যে এনেছেন গ্রেফতার হওয়া সাংসদ কুণাল ঘোষ। সঠিক পথে তদন্ত চালানোর দাবিতে বিধাননগর কমিশারেটে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন বিশিষ্টরা। পুলিস তাঁদের ওপর লাঠিচার্জ করে, গ্রেফতারও করা হয়। আর তার প্রতিবাদেই ভাষ্য রচনা ও পাঠ করেছেন শাসক দলেরই আরেক সাংসদ কবীর সুমন।
একসময় তিনি ছিলেন পরিবর্তনের প্রথম সারির মানুষ। নন্দীগ্রাম থেকে লালগড়, কলকাতার রাজপথ থেকে সিঙ্গুর, মিছিল, মিটিং-এ তিনি ছিলেন পরিচিত মুখ।
যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, যা করেছেন, সঙ্গী সেই বুদ্ধিজীবীরা। মঞ্চ আলো করে রয়েছেন। ঘোষণা করেছেন তাঁদের আশার কথা।
পরিবর্তন এসেছে রাজ্যে। প্রকাশ্যে এসেছে সারদার হাজার হাজার কোটি টাকার দূর্নীতি। তার প্রতিবাদ করতে গিয়ে চরম হেনস্থা হতে হয়েছে অশতিপর শিক্ষক সুনন্দ সান্যালকে। গ্রেফতারও হতে হয়েছে ।
আর এই ঘটনাতেই ভাষ্য রচনা ও পাঠ করেছেন তৃণমূলেরই আরেক সাংসদ।
First Published: Saturday, November 30, 2013, 19:09