Last Updated: Monday, November 4, 2013, 17:30
আজ দুপুর দুটো আটত্রিশ বাজতেই ইতিহাস গড়ল ভারত। মঙ্গলে পাড়ি দিল মঙ্গলযান। মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক ছুঁয়ে ইসরোর চেয়ারম্যান জানালেন, সবকিছু ঠিকঠাক চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে মঙ্গলকে ঘিরে পাক খেতে শুরু করবে মঙ্গলযান। বিজ্ঞানীদের হাতে আসবে লালগ্রহের নানা অজানা তথ্য।