Last Updated: Tuesday, December 31, 2013, 10:22
ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুমাখারের অবস্থা এখনও আশঙ্কাজনক। ডাক্তাররা জানিয়েছেন পরবর্তী ৪৮ ঘণ্টা তাঁর ভবিষ্যৎ নির্ধারিত করে দেবে। শুমাখারের মস্তিষ্কে জরুরি অবস্থায় অস্ত্রপচার করা হবে। এই অপরেশন তাঁর জীবন বাঁচাতে পারে নাকি এই প্রবাদপ্রতিম ক্রীড়াবিদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হবে তা নিয়েই আশঙ্কার প্রহর গুনছে গোটা বিশ্ব। প্রতি ঘণ্টায় তাঁর অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে।