এখনও জীবনের জন্য যুদ্ধ করছেন কোমাচ্ছন্ন কিংবদন্তী শুমাখার, ডাক্তাররা ৪৮ ঘণ্টার সময়সীমা দিলেন

এখনও জীবনের জন্য যুদ্ধ করছেন কোমাচ্ছন্ন কিংবদন্তী শুমাখার, ডাক্তাররা ৪৮ ঘণ্টার সময়সীমা দিলেন

এখনও জীবনের জন্য যুদ্ধ করছেন কোমাচ্ছন্ন কিংবদন্তী শুমাখার, ডাক্তাররা ৪৮ ঘণ্টার সময়সীমা দিলেন ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুমাখারের অবস্থা এখনও আশঙ্কাজনক। ডাক্তাররা জানিয়েছেন পরবর্তী ৪৮ ঘণ্টা তাঁর ভবিষ্যৎ নির্ধারিত করে দেবে। শুমাখারের মস্তিষ্কে জরুরি অবস্থায় অস্ত্রপচার করা হবে। এই অপরেশন তাঁর জীবন বাঁচাতে পারে নাকি এই প্রবাদপ্রতিম ক্রীড়াবিদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হবে তা নিয়েই আশঙ্কার প্রহর গুনছে গোটা বিশ্ব। প্রতি ঘণ্টায় তাঁর অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে।

রবিবার ফ্রেঞ্চ আলপস-এ স্কি ড্রাইভিং করার সময় মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন এই প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ। হাসপাতাল সূত্রে এখনও কোমাতে রয়েছেন শুমাখার। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

৪৫ বছরের প্রাক্তন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন দক্ষিণপূর্ব ফ্রান্সের গ্রেনোবল শহরের একটি হাসপাতালে ভর্তি। কিংবদন্তী শুমাখারের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তাররা জানিয়েছেন মস্তিষ্কে গুরুতর চোট পেয়েছেন তিনি। রক্তজমাট বেঁধেছে তাঁর মস্তিষ্কে। খুব দ্রুত তাঁর নিউরোসার্জিকাল অপরেশন করা দরকার।

রবিবার স্কি করতে গিয়ে পড়ে গিয়ে একটি পাথরের সঙ্গে জার্মানির এই ক্রীড়াবিদের মাথায় চোট লাগে। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে গ্রেনোবেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্যারিস থেকে তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ নিউরোসার্জেনকে নিয়ে আসা হয়েছে।

First Published: Tuesday, December 31, 2013, 10:22


comments powered by Disqus