Sealdah Court - Latest News on Sealdah Court| Breaking News in Bengali on 24ghanta.com
বিবাদের জেরে কাজ বন্ধ শিয়ালদা কোর্টে

বিবাদের জেরে কাজ বন্ধ শিয়ালদা কোর্টে

Last Updated: Friday, November 18, 2011, 20:00

জনৈক বিচারক ও বার অ্যাসোসিয়েশনের মধ্যে বিবাদের জেরে কাজ বন্ধ করে দিলেন শিয়ালদা কোর্টের আইনজীবীরা। দিনভর SEIZE WORK করেন তাঁরা। বিচারক বিপ্লব রায়ের বিরুদ্ধে টাকা আত্মসাত্‍ সহ পুলিসকে কাজে লাগিয়ে কোর্ট চত্বরের ভিতরে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তাঁরা।