Last Updated: Thursday, August 2, 2012, 18:10
লন্ডন অলিম্পিকের শুরু থেকেই বারবারই কোনও না কোনও বিতর্কে জড়িয়ে পড়েছেন আয়োজক কমিটির প্রধান সেবাস্তিয়ান। কখনও আয়োজনগত সমস্যা, কখনও বা টিকিটবিক্রি বিতর্ক। তবে এবার সরাসরি ফেলপ্সকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন কো!