Last Updated: Saturday, January 18, 2014, 21:18
কবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ? জানতেন না সেই যুদ্ধেরই এক সেনা অফিসার। আশ্রয় নিয়েছিলেন ফিলিপিন্সের এক জঙ্গলে। সেখানেই কেটে যায় ২৯ বছর। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে জাপানের সেই সেনা অফিসারকে জঙ্গল থেকে বের করে আনা হয়। সময়ের হাত ধরে নিজেকে গুছিয়েও নেন তিনি। গত বৃহস্পতিবার জাপানে মারা গিয়েছেন ওই সেনা অফিসার।