Last Updated: Thursday, December 22, 2011, 23:48
তাঁর বিয়ে নিয়ে চিন্তিত সুবিস্তৃত ফ্যান মহল। গার্লফ্রেন্ডের সুদীর্ঘ তালিকা থাকলেও এতদিন বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বলিউডের অন্যতম `এলিজিব্ল হাঙ্ক` সাল্লুভাইকে এবার সংসারী দেখতে চান তাঁর বাবা সেলিম খানও।