Papa Kehte Hain to Sallu, সলমন কে`পাপা কেহতে হ্যায়`

সলমন কে`পাপা কেহতে হ্যায়`

সলমন কে`পাপা কেহতে হ্যায়`তাঁর বিয়ে নিয়ে চিন্তিত সুবিস্তৃত ফ্যান মহল। গার্লফ্রেন্ডের সুদীর্ঘ তালিকা থাকলেও এতদিন বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বলিউডের অন্যতম `এলিজিব্‌ল হাঙ্ক` সাল্লুভাইকে এবার সংসারী দেখতে চান তাঁর বাবা সেলিম খানও।

সেলিম এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ‘আমি আশা করব সলমন খুব তাড়াতাড়ি কোনো মেয়েকে খুঁজে পাবে। এটাই ওর বিয়ের উপযুক্ত সময়’।

‘আমি উদগ্রীব হয়ে আছি আমাদের পরিবারে নতুন মুখ দেখার জন্য। আরবাজ, সোহেল আর আলভীরা, সকলেরই সন্তান হয়ে গেছে। বাকি আছে শুধু আমার বড় ছেলে’। বলেছেন তিনি।

সেলিম চান তাঁর ছেচল্লিশ বছরের জ্যেষ্ঠ পুত্র এবার সংসারী হোক যাতে পরিবারে নতুন মানুষের আগমন ঘটে।

সলমন, বাবার কথা শুনতে পাচ্ছেন কি?

First Published: Thursday, December 22, 2011, 23:48


comments powered by Disqus