Last Updated: Friday, June 29, 2012, 09:33
মারিও বালতেলির জোড়া গোলে ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল ইতালি। বৃহস্পতিবার ওয়ারশ-তে দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-১ গোলে হারাল জার্মানিকে। প্রথামার্ধের ২০ মিনিটের মাথায় ইতালির হয়ে প্রথম গোলটি করেন ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার বালতেলি। অ্যান্টনিও ক্যাসানোর ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জার্মান জালে পাঠান বছর ২১ বালতেলি। ৩৬ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় দুরন্ত শটে গোল করেন বালতেলি।