Last Updated: Thursday, November 28, 2013, 16:26
প্রতি ১০ জনে অন্তত একজন মেয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে যৌনসংসর্গে বাধ্য হয়। সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। এই ধরণের যৌনমিলনকে ধর্ষণের আওতাতেও আনা হয় না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই নিগৃহীতারা লজ্জায় এ বিষয়ে মুখ ফুটে কাউকে কিছু বলেন না। অনেক ক্ষেত্রে এই ধরণের যৌনসংসর্গকে মহিলারা স্বাভাবিক বলেই মনে করেন (বিশেষত স্বামী বা প্রেমিকের ক্ষেত্রে)।