Last Updated: February 17, 2014 16:21

তেহলকার প্রাক্তন প্রধান স্টিং কিং তরুণ তেজপালের বিরুদ্ধে সোমবার সহকর্মীকে ধর্ষণের মামলা দায়ের করল গোয়া পুলিস।
গত বছরের ২২ নভেম্বর তরুণ তেজপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিস।
গত বছর নভেম্বর মাসে তেহলকার থিঙ্ক ফেস্ট চলাকালীন গোয়ার একটি হোটেলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে তরুণ তেজপালের বিরুদ্ধে। স্থানীয় একটি আদালত তেজপালের অন্তর্বতীকালীন জামিন বাতিল করার পর ৩০ নভেম্বর গোয়া পুলিসের ক্রাইম ব্রাঞ্চ তেহলকা সুপ্রিমোকে গ্রেফতার করে। বর্তমানে তরুণ তেজপাল ভাস্কোর সাদাতে জেল হেফাজতে আছেন।
আইপিসি-এর ৩৫৪-এ, ৩৭৬, ৩৭৬(২)(কে), ৩৪১ ও ৩৪২ ধারায় তরুণ তেজপালের বিরুদ্ধে মামলা দায়ের ক্রা হয়েছে। যদিও তেজপাল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ইতিমধ্যে, চলতি মাসের ১০ তারিখ গোয়ার একটি স্থানীয় আদালত তেজপালের জেল হেফাজতের মেয়াদ আরও ২ সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, তরুণ তেজপাল বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন।
First Published: Monday, February 17, 2014, 16:21