Last Updated: Tuesday, May 7, 2013, 16:04
শাহরুখ খানকে নিয়ে মহাবিপদে পড়ছেন মুম্বই ক্রিকেট সংস্থার (এমসিএ) কর্তারা। আজ রাত ৮টায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ মুম্বই ইন্ডিয়ন্সের। কিন্তু ওয়াংখেড়েতে নিষিদ্ধ নাইট মালিককে শাহরুখ খান নিয়ে চিন্তায় এমসিএ। শাহরুখ যাতে আজ কিছুতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে না পারেন তাই জন্য মুম্বই পুলিসের কাজে আর্জি জানিয়েছিল এমসিএ। কিন্তু মুম্বই পুলিস আজ সকালে জানিয়ে দেয়, শাহরুখকে মাঠে ঢোকা থেকে আটকানো তাদের কাজ নয়। তবে সমস্যা হলে তাতে হস্তক্ষেপ করবে পুলিস।