Last Updated: July 4, 2013 17:10

শাহরুখ খানের সারগেট শিশু পুত্রকে নিয়ে ইতিমধ্যেই বহু জল্পনা হয়েছে। খরচ হয়েছে গাদা গাদা কাগজ কালি। অবশেষে গতকাল শাহরুখের তৃতীয় বার বাবা হওয়ার ঘটনা সরাসরি প্রকাশ্যে চলে আসে। আজ শাহরুখ অবশ্য এই নিয়ে মুখে ফের কুলুপ এঁটেছেন। পুত্রের কথা স্বীকার করে নিয়েও জানিয়েছেন বিষয়টি তাঁদের ব্যক্তিগত। এ নিয়ে আর একটিও কথা খরচ করতে নারাজ তিনি।
``এই বিষয় নিয়ে কথা বলার জন্য এটা সঠিক সময় নয়। আমাদের এখন বাচ্চাকে সামলাতে হবে ঠিক করে। আমার বাচ্চাকে নিয়ে কথা বলার সময় নয় এটা। বিষয়টি আমাদের একান্ত ব্যক্তিগত।`` সাংবাদিকদের উত্তরে এমনটাই জানিয়েছেন নাইট রাইডার্সের মালিক।
তাঁর আসন্ন ছবি চেন্নাই এক্সপ্রেসের মিউজিক প্রকাশ করতে এসে শাহরুখ জানিয়েছেন তাঁর শিশু পুত্রকে নিয়ে মিডিয়ার তৈরি যাবতীয় গুজবে তিনি দুঃখিত।
First Published: Thursday, July 4, 2013, 17:41