Last Updated: Saturday, August 10, 2013, 19:34
ডাইদ ছিলেন পাকিস্তানেই। পাক দূতের এই স্বীকারক্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিল ভারত। ৯৩ মুম্বই বিস্ফোরণ মামলা এখনও চলছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ফলে বিস্ফোরণের মূল চক্রীদের হাজতের পেছনে পাঠাতে ভারত যে এখনও বদ্ধ পরিকর, তাই স্পষ্ট করতে চেয়েছেন তিনি।