Last Updated: Wednesday, July 9, 2014, 22:47
পাঁচ হাজার টাকা দিলে ভর্তি করে দেওয়া হবে অনার্স কোর্সে। কিন্তু টাকা দিতে হবে আজই এবং একসঙ্গে। ইউনিয়ন নেতাদের এই শর্তে রাজি হননি তিনি। সেজন্য তাঁকে কলেজের ইউনিয়ন রুমে আটকে রাখা হয় রাত সাড়ে এগারোটা পর্যন্ত। এমনকী, দেওয়া হয়অশালীন প্রস্তাবও। শ্যামাপ্রসাদ কলেজের টিএমসিপি সদস্যদের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন ওই কলেজের এক ছাত্রী। তবে টিএমসিপি সভাপতি শঙ্কুদেব পণ্ডার দাবি, অভিযুক্তেরা কেউই টিএমসিপির নয়।