Last Updated: Wednesday, March 5, 2014, 20:39
কর্মী সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির বিজেপি দফতরের সামনের এলাকা। নরেন্দ্র মোদীর রাজ্যে গিয়ে আজ আটক হন অরবিন্দ কেজরিওয়াল। উত্তর গুজরাটের রাধানপুর থানায় তাঁকে ত্রিশ মিনিট আটকে রাখে পুলিস। মোদী বিরোধী প্রচারে চার দিনের গুজরাট সফরে গিয়েছেন কেজরিওয়াল। নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে তাঁকে আটক করা হয়। কেজিরিওয়ালকে আটক করার খবর পৌছতেই দিল্লিতে আপ নেতা কর্মীরা নেমে পড়েন রাস্তায়। বিজেপি দফতরের সামনে তাঁরা বিক্ষোভ শুরু করেন।আপ কর্মীদের মোকাবিলায় হাজির হন দলে দলে বিজেপি কর্মী সমর্থক। দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বিজেপি দফতরের সামনের এলাকা। পরিস্থিতি সামাল দিতে জলকামান ছুড়তে হয় পুলিসকে।