Last Updated: March 5, 2014 20:39

কর্মী সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির বিজেপি দফতরের সামনের এলাকা। নরেন্দ্র মোদীর রাজ্যে গিয়ে আজ আটক হন অরবিন্দ কেজরিওয়াল। উত্তর গুজরাটের রাধানপুর থানায় তাঁকে ত্রিশ মিনিট আটকে রাখে পুলিস। মোদী বিরোধী প্রচারে চার দিনের গুজরাট সফরে গিয়েছেন কেজরিওয়াল। নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে তাঁকে আটক করা হয়। কেজিরিওয়ালকে আটক করার খবর পৌছতেই দিল্লিতে আপ নেতা কর্মীরা নেমে পড়েন রাস্তায়। বিজেপি দফতরের সামনে তাঁরা বিক্ষোভ শুরু করেন।আপ কর্মীদের মোকাবিলায় হাজির হন দলে দলে বিজেপি কর্মী সমর্থক। দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বিজেপি দফতরের সামনের এলাকা। পরিস্থিতি সামাল দিতে জলকামান ছুড়তে হয় পুলিসকে।
গুজরাতকে উন্নয়নের মডেল হিসেবে বরাবরই দাবি করে এসেছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে ৪দিনের গুজরাত সফরে গিয়েছেন কেজরিওয়াল। মোদীর রাজ্যে গিয়েই আটকের মুখে পড়েন তিনি। বলেন, "এখানে কোনও উন্নয়ন হয়নি। মোদী কৃষক-বিরোধী ও জন-বিরোধী নেতা। গুজরাতে শুধুই শিল্পপতিরা লাভবান হয়েছেন। মোদী সারা দেশে প্রচার মিছিলে গুজরাতের উন্নয়ন সম্পর্কে অবাস্তব দাবি করেছেন।``
কিন্তু কেন আটক করা হল কেজরিয়ালকে? একটি সংবাদ সংস্থাকে আম আদমি পার্টির এক নেতা জানিয়েছেন নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশের পর মডেল কোড অফ কনডাক্ট ভাঙার অভিযোগে কেজরিয়ালকে আটক করা হয়। কেজরিওয়ালকে তাঁর রাস্তাতেই আটক করে পুলিস। কোনও রাজনৈতিক মিছিল না করা সত্ত্বেও বা গাড়িতে স্পিকার না থাকা সত্ত্বেও কেন তাঁকে আটক করা হল সে বিষয়ে পুলিসকে প্রশ্ন করেছিলেন আপ প্রধান। কিন্তু তা সত্ত্বেও তাদের থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন দলীয় সদস্য।
First Published: Wednesday, March 5, 2014, 20:50