Last Updated: Tuesday, December 18, 2012, 22:04
একসূত্রে বাধা পড়লেও মাঠ এতোদিন আলাদাই ছিল দুজনের। টেনিস কোর্ট আর ২২ গজের ব্যবধান ঘুচিয়ে এবার একই মঞ্চে জুটি বেঁধে নামতে চলেছেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। নাচ বলিয়ে ফাইভে সেলিব্রিটি জুটি হিসেবে প্রথমবার নাচবেন শোয়েব-সানিয়া।