Last Updated: December 18, 2012 22:04

একসূত্রে বাধা পড়লেও মাঠ এতোদিন আলাদাই ছিল দুজনের। টেনিস কোর্ট আর ২২ গজের ব্যবধান ঘুচিয়ে এবার একই মঞ্চে জুটি বেঁধে নামতে চলেছেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। নাচ বলিয়ে ফাইভে সেলিব্রিটি জুটি হিসেবে প্রথমবার নাচবেন শোয়েব-সানিয়া। তবে প্রতিযোগিতায় অংশ নেবেন না শোয়েব-সানিয়া। নাচ বলিয়ের একটি বা দুটি পর্বে অতিথি জুটি হিসেবে দেখা যাবে তাঁদের।
ডিসেম্বর মাসের ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে নাচ বলিয়ে ফাইভ। প্রতিবারের মতো এবারেও ১১টি সেলিব্রিটি জুটি অংশ নেবে প্রতিযোগিতায়। বিচারকের আসনে থাকবেন অভিনেত্রী শিল্পা শেঠি, পরিচালক সাজিদ খান ও কোরিওগ্রাফার টেরেন্স লুইস।
First Published: Tuesday, December 18, 2012, 22:04