Last Updated: Friday, January 24, 2014, 20:50
আমানতকারীদের টাকা ফেরত দিতে চ্যানেলের নিলাম প্রক্রিয়া শুরু করতে না পারলেও সারদার হয়ে টাকা আদায়ের কাজ শুরু করে দিল শ্যামল সেন কমিশন। সারদার চারটি চ্যানেলের নিলাম প্রক্রিয়া পিছনোর জন্য সরাসরি বিধাননগরের পুলিসের ওপর ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। কারণ বিধাননগর পুলিস অসম্পূর্ণ রিপোর্ট দিয়েছে। কমিশনের নির্দেশ থাকলেও হাজির হননি ডিরেক্টররাও। ফলে সরকারের তরফে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছে।