Last Updated: Thursday, April 19, 2012, 12:26
এবার পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র থেকে সেনা সরানোর জন্য সরব হলেন জেনারেল আশফাক পারভেজ কায়ানি। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সিয়াচেনের তুষারধস বিধ্বস্ত সেনাশিবির পরিদর্শনে এসে পাক সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানালেন, সিয়াচেনকে সেনা-মুক্ত অঞ্চলে পরিণত করার বিষয়ে প্রতিবেশীর সঙ্গে মতবিনিময়ের সময় এসেছে।