Last Updated: Wednesday, September 28, 2011, 13:38
রাজ্য সরকারের সিঙ্গুর জমি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে বাইশে জুন কলকাতা হাইকোর্টে আবেদন জানায় টাটা মোটরস। বিচারপতি সৌমিত্র পালের এজলাসে শুরু হয় শুনানি। টাটাদের আইনজীবী সমরাদিত্য পাল বলেন, সিঙ্গুর আইন অসংবিধানিক। সিঙ্গুরের জমি রাজ্য সরকার বন্টন করা বন্ধ করুক, এই মর্মে আদালতকে নির্দেশ জানানোর আর্জি জানান টাটা পক্ষের আইনজীবী।