Last Updated: Monday, March 24, 2014, 20:22
ফের অকংগ্রেসি, অবিজেপি দলগুলিকে নিয়ে বিকল্প শক্তির পক্ষে সওয়াল করলেন সীতারাম ইয়েচুরি। অন্যদিকে, বৃন্দা কারাতের দাবি, গুজরাতের উন্নয়ন নিয়ে মোদীর দেওয়া যাবতীয় তথ্য ভুয়ো। সাম্প্রদায়িক সংঘাতের ঘটনাও বিজেপি-শাসিত রাজ্যগুলিতে অত্যন্ত বেশি বলে দাবি করেন তিনি। পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, প্রকৃত অর্থেই ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, জনমুখী বিকল্প গড়ার চেষ্টা হচ্ছে। নেতা নয়, নীতি নিয়েই তাঁরা ভাবছেন।