Last Updated: Sunday, October 9, 2011, 15:51
সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলার অন্যতম সাক্ষী সিলভেস্টার ড্যানিয়েলের পালিয়ে যাওয়ার ঘটনায় গুজরাতের পাঁচ পুলিসকর্মীকে গ্রেফতার করা হল। সাব-ইন্সপেক্টর এম গুহিল, হেড কনস্টেবল অম্বালাল, কনস্টেবল বিজয় বাবু, রণছোড় ভাই ও গাড়ি চালক গোপাল সিংকে গ্রেফতার করা হয়। যদিও, পাঁচজনই জামিন পেয়ে গেছেন। তাঁদের সাসপেন্ড করা হয়েছে।