Last Updated: Wednesday, January 15, 2014, 17:12
আজ তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সোমেন মিত্র। তৃণমূল ছেড়ে তাঁর কংগ্রেসে যোগদান একরকম পাকা। গত ৫ জানুয়ারি হুগলির বৈদ্যবাটিতে কংগ্রেসের একটি অনুষ্ঠানে হাজির হন সোমেন মিত্র। সেখানেই ১৫ জানুয়ারি তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে মতবিরোধের কারণে কংগ্রেস ছেড়েছিলেন সোমেন মিত্র। তৈরি করেছিলেন প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। কার্যত খাতায় কলমে ছিল সেই দল।