Sri Ramkrishna - Latest News on Sri Ramkrishna| Breaking News in Bengali on 24ghanta.com
কল্পতরু উত্‍সবে জনজোয়ার

কল্পতরু উত্‍সবে জনজোয়ার

Last Updated: Tuesday, January 1, 2013, 18:16

আজ কল্পতরু উত্‍সব। ১৮৮৬ পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটীতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। পূরণ করেছিলেন ভক্তদের মনোস্কামনা। সকাল থেকেই তাই ভক্তদের ঢল নামে কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর এবং কামারপুকুরে। ১৮৮৬-র পয়লা জানুয়ারি। বিকেল তিনটে। কাশীপুর উদ্যানবাটীতে ওই দিন গৃহী ভক্তদের কাছে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ।  বলেছিলেন তোমাদের চৈতন্য হোক...