Last Updated: Saturday, November 30, 2013, 18:49
তহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল আর সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোককুমার গঙ্গোপাধ্যায়। দুজনেই এসে দাঁড়িয়েছেন এক পংক্তিতে। অভিযোগ, বিশ্বাসভঙ্গের। অভিযোগ, পদমর্যাদার সুযোগ নিয়ে অধস্তন তরুণীকে যৌন নিগ্রহের।