Last Updated: Sunday, December 15, 2013, 21:54
সুবাস ঘিসিং দার্জিলিঙে আসতেই পারেন। কিন্তু রাজনীতি থেকে দূরে থাকতে হবে তাঁকে। জানিয়ে দিলেন বিমল গুরুং। গুরুং জানিয়েছেন দার্জিলিংকে ষষ্ঠ তফশিলের মর্যাদা দিয়ে আনা বিলের আর কোনও বাস্তবতা নেই। তার সঙ্গেই জিএনএলএফের রাজনৈতিক কর্মসূচিরও মৃত্যু হয়েছে। তাই ঘিসিং এখন পাহাড়ে এলে মোর্চা বাধা দেবে না।