Last Updated: Saturday, July 5, 2014, 14:11
সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্য থেকে এখনই পর্দা তুলতে চাইছে না অল ইন্ডিয়া ইন্সিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। শনিবার এইমসের ফরেন্সিক বিভাগের প্রধান সুধীর গুপ্ত সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সুনন্দা পুষ্ককের মৃত্যু রহস্য নিয়ে আইন মেনেই হাসপাতালের তরফে সংবাদমাধ্যমের সামনে বয়ান রাখা হবে।