Last Updated: July 5, 2014 14:11
সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্য থেকে এখনই পর্দা তুলতে চাইছে না অল ইন্ডিয়া ইন্সিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। শনিবার এইমসের ফরেন্সিক বিভাগের প্রধান সুধীর গুপ্ত সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সুনন্দা পুষ্ককের মৃত্যু রহস্য নিয়ে আইন মেনেই হাসপাতালের তরফে সংবাদমাধ্যমের সামনে বয়ান রাখা হবে।
গুপ্ত জানান, "" আপনারা যা জানতে চান, তা আমরা সরকারি সমস্ত নিয়ম মেনেই জানাব।`` সুনন্দা পুষ্করের মৃত্যু রহস্যে আলো ফেলার দায়িত্ব যে তাঁর, তাও জানিয়েছেন ডঃ গুপ্ত। এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত চেয়ে গতকালই একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।
সুনন্দার মৃত্যুর ছ`মাস পর রহস্য এক নতুন দিকে মোর নেয়। এইমসের ফরেন্সিক বিভাগের প্রধান দাবি করেন, ময়নাতদন্তের রিপোর্ট বদলের জন্য রাজনৈতিক চাপ এসেছিল তাঁর ওপর। গত জানুয়ারির ১৭ তারিখ দিল্লির একটি হোটেলে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় কেন্দ্রীয় মন্ত্রী শুশী থারুর জায়া সুনন্দা পুষ্করের।
First Published: Saturday, July 5, 2014, 14:11