Last Updated: Thursday, July 4, 2013, 17:10
শাহরুখ খানের সারগেট শিশু পুত্রকে নিয়ে ইতিমধ্যেই বহু জল্পনা হয়েছে। খরচ হয়েছে গাদা গাদা কাগজ কালি। অবশেষে গতকাল শাহরুখের তৃতীয় বার বাবা হওয়ার ঘটনা সরাসরি প্রকাশ্যে চলে আসে। আজ শাহরুখ অবশ্য এই নিয়ে মুখে ফের কুলুপ এঁটেছেন। পুত্রের কথা স্বীকার করে নিয়েও জানিয়েছেন বিষয়টি তাঁদের ব্যক্তিগত। এ নিয়ে আর একটিও কথা খরচ করতে নারাজ তিনি।