Last Updated: Sunday, November 27, 2011, 16:50
দিনেদুপুরে দুষ্কৃতীদের এলোপাথারি গুলিতে কেষ্টপুরে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর পর সোমবারও থমথমে গোটা এলাকা। নিহত দলীয় কর্মী স্বপন মণ্ডলের মৃত্যুর প্রতিবাদে আজ এলাকায় কালা দিবসের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।