Last Updated: November 27, 2011 16:50

দিনেদুপুরে দুষ্কৃতীদের এলোপাথারি গুলিতে কেষ্টপুরে তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের পর আজও থমথমে গোটা এলাকা। নিহত দলীয় কর্মী স্বপন মণ্ডলের মৃত্যুর প্রতিবাদে আজ এলাকায় কালা দিবসের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের তরফে আজ দুপুর দুটো নাগাদ একটি শোকমিছিলেরও আয়োজন করা হয়েছে। রবিবার দুপুরে কেষ্টপুর মোড়ের কাছে বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। প্রকাশ্যে দিবালোকে এমন ঘটনায় এলাকা জুড়ে সোমবারও আতঙ্ক রয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে আসা হবে এলাকায়। ঘটনার পর রাজনৈতিকভাবে চাপানউতোর শুরু হয়েছে। গোটা ঘটনার জেরে রাজারহাট কেষ্টপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন চরমে। যদিও রবিবার হাসপাতালে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, রাজনৈতিক কারণে নয়, দুষ্কৃতী হামলাতেই মৃত্যু হয়েছে স্বপন মণ্ডলের। তবে সোমবার নিহত স্বপন মণ্ডলের বাবা সরাসরি অভিযোগ করেন রাজনীতির শিকার হয়েছেন তাঁর ছেলে। অন্যদিকে অভিযুক্তদের খোঁজে এলাকায় জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিস। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আঁকানো হচ্ছে অভিযুক্তদের স্কেচও। ইতিমধ্যেই নিহতের কাছ থেকে একটি মাবাইল ফোন, গাড়ির চাবি ও নগদ বেশ কিছু টাকা উদ্ধার করেছে পুলিস।
First Published: Monday, November 28, 2011, 23:58