Last Updated: Friday, January 17, 2014, 21:58
রাজধানীর চানক্যপুরীর লীলা হোটেল থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হল শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের দেহ। গতকাল ওই হোটেলে ওঠেন সুনন্দা। আজ সন্ধে পর্যন্ত দরজা না খোলায় দরজা ভেঙে ঢুকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
more videos >>