Last Updated: January 17, 2014 21:58

রাজধানীর চানক্যপুরীর লীলা হোটেল থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হল শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের দেহ। গতকাল ওই হোটেলে ওঠেন সুনন্দা। আজ সন্ধে পর্যন্ত দরজা না খোলায় দরজা ভেঙে ঢুকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
পাকিস্তানের এক মহিলা সাংবাদিকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে তাঁর স্বামীর জড়িয়ে পড়ার অভিযোগ করেছিলেন শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর। মেহের তারার নামে ওই মহিলা সাংবাদিক আইএসআই এজেন্ট বলেও মন্তব্য করেছিলেন তিনি। ডিভোর্স চান বলেও জানিয়েছিলেন।
তবে বৃহস্পতিবার আবার নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান সুনন্দা। শশীর অ্যাকাউন্ট থেকে লগ ইন করার কথা অস্বীকার করেন। জানান তাঁর এবং তাঁর স্বামীর টুইটার অ্যাকাউন্ট এখনও ঠিক করে কাজ করছে না। একটি নিউজ চ্যানেলে সুনন্দা জানিয়েছেন মেহের জানেন না শশীর একটা সুখী দাম্পত্য জীবন আছে। শশী থারুরকে একটি অনুষ্ঠানে দেখে মেহেরই তাঁর প্রেমে পড়েন বলে দাবি করেন সুনন্দা।
তারপরই এ দিন রহস্যজনক ভাবে উদ্ধার হল তাঁর দেহ। হোটেলের দরজা ভেঙে উদ্ধার করা হয় দেহ।
First Published: Friday, January 17, 2014, 22:07