Last Updated: Friday, October 28, 2011, 20:38
গোটা বিশ্ব এখন গতির নেশায় মত্ত। এবার সেই গতির লড়াই খোদ ভারতের দিল্লিতে। সেবাস্তিয়ান ভেটেল,লুইস হ্যামিলটনদের চোখের সামনে দেখার সুযোগ ক্রিকেট পাগল ভারতবাসীর। রবিবারই ভারতে হতে চলেছে প্রথম ফর্মুলা ওয়ান রেস।