বুদ্ধ সরণিতে গতির ঝড় উঠবে আজ, Formula One: about to start

বুদ্ধ সরণিতে গতির ঝড় উঠবে আজ

বুদ্ধ সরণিতে গতির ঝড় উঠবে আজগোটা বিশ্ব এখন গতির নেশায় মত্ত। এবার সেই গতির লড়াই খোদ ভারতের দিল্লিতে। সেবাস্তিয়ান ভেটেল,লুইস হ্যামিলটনদের চোখের সামনে দেখার সুযোগ ক্রিকেট পাগল ভারতবাসীর। রবিবারই ভারতে হতে চলেছে প্রথম ফর্মুলা ওয়ান রেস। নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশানাল রেসিং ট্র্যাকও প্রস্তুত মাইকেল শুমাখার,অ্যাড্রিয়ান শুটিলদের রুদ্ধশ্বাস লড়াইয়ের জন্য। ভারতেও ফেভারিট হিসাবে রেসিং ট্র্যাকে নামছেন গতবারের চ্যাম্পিয়ন রেডবুলের সেবাস্তিয়ান ভেটেল। ড্রাইভারদের চ্যাম্পিয়নশিপে সবার আগে আছেন রেডবুলের এই চ্যাম্পিয়ন ড্রাইভারই। তিনশো উনপঞ্চাশ পয়েন্টে কার্যত সবার ধরাছোঁয়ার বাইরে তরুণ সেবাস্তিয়ান ভেটেল। ভেটেলের পরে আছেন যথাক্রমে ম্যাকলারেনের জেনসন বাটন, ফেরারির ফার্নান্ডো অ্যালানসো,রেডবুলের মার্ক ওয়েবার আর ম্যাকলারেনের লুইস হ্যামিলটন। দ্বিতীয় আর তৃতীয় স্থানের জন্য লড়াই চালাবেন এই চার ড্রাইভার। ড্রাইভার চ্যাম্পিয়নশিপের মতই দলগত চ্যাম্পিয়নশিপেও এগিয়ে ভেটেলের রেডবুল। পাঁচশো আটান্ন পয়েন্ট পেয়ে সবার আগে আছে তারা।চারশো আটেরো পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যাকলারেন। তৃতীয়,চতুর্থ,পঞ্চম স্থানে যথাক্রমে ফেরারি,মার্সিডিজ আর রেনো।উনপঞ্চাশ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে আছে সাহারা ফোর্স ইন্ডিয়া। ফর্মুলা ওয়ান মানেই গতির লড়াই।ফটোফিনিশে এন্ড পয়েন্টে পৌঁছনো। তবে চলতি মরসুমে হ্যামিলটন,বাটনের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন সেবাস্তিয়ান ভেটেল। ষোলোটা রেসের মধ্যে দশটায় জিতেছেন জার্মানির এই ড্রাইভার।তিনটি রেসে জিতেছেন ম্যাকলারেনের বাটন। দুটি রেস জিতেছেন লুইস হ্যামিলটন। রবিবার ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসে রেডবুলের প্রতিনিধিত্ব করবেন সেবাস্তিয়ান ভেটেল আর মার্ক ওয়েবার। ম্যাকলারেনের হয়ে রেসে নামবেন জেনসন বাট আর লুইস হ্যামিলটন। ফার্নান্ডো অ্যালান্সো আর ফিলিপে জুটি রেসিং ট্র্যাকে নামবেন ফেরারির হয়ে। কিংবদন্তি রেসিং ড্রাইভার মাইকেল শুমাখার ট্র্যাকে নামবেন মার্সিডিজের হয়ে। তার সঙ্গী হবেন নিকো রসবার্গ।তারকা দলগুলোর পাশে চোখ থাকবে ভারতের ফোর্স ইন্ডিয়ার দিকে। বিজয় মালিয়া আর সুব্রত রায়ের দলের ড্রাইভার হিসাবে থাকবেন অ্যাড্রিয়ান শুটিল আর পল দি রেস্তা।  ধোনিদের দুরন্ত পারফরম্যান্স।দেওয়ালি উতসব।সবকিছুকে পেছনে ফেলে ভারতবাসীর নজর আপাতত বুদ্ধ ইন্টারন্যাশানাল ট্র্যাকের দিকে।

First Published: Sunday, October 30, 2011, 09:59


comments powered by Disqus