Last Updated: Tuesday, December 6, 2011, 17:46
রাজারহাটের সমাজবিরোধী সত্য বাপুই এলাকার দখল নিতেই সরিয়ে দিতে চেয়েছিল তৃণমূল কর্মী স্বপন মণ্ডলকে। খড়দা এলাকার কুখ্যাত দুষ্কৃতী কুতুব মারফত সে আবদুল্লাকে স্বপন মণ্ডল খুনের সুপারি দেয়। আবদুল্লাকে জেরা করেই এই তথ্য উঠে এসেছে পুলিসের কাছে।