Last Updated: Monday, April 9, 2012, 21:10
একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে বাদ পড়লেন সুকান্ত ভট্টাচার্য। পরিবর্তিত সিলেবাসের যে খসড়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে জমা দিল সিলেবাস কমিটি, তাতে সুকান্ত ভট্টাচার্যের কোনও কবিতা রাখা হয়নি। কলা বিভাগের মোট ২৬টি ভাষার সিলেবাসের সুপারিশ করে রিপোর্ট জমা দিয়েছে কমিটি। এমাসের মধ্যেই সংসদ এই খসড়া বিবেচনা করে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।