Taki boat mishap - Latest News on Taki boat mishap| Breaking News in Bengali on 24ghanta.com
বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ গবেষক

বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ গবেষক

Last Updated: Friday, October 7, 2011, 17:20

নিখোঁজ যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিউট অফ কেমিক্যাল বায়োলজির গবেষক সুজয় দাস। দশমীর দিন বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। গতকাল ইছামতী নদীতে বিসর্জন দেখতে টাকি এলাকায় গিয়েছিলেন তিনি। প্রতিমা বিসর্জন দেখতে নৌকো করে মাঝ নদীতে চলে যান গবেষক। নৌকো উল্টে যাওয়ায় পর থেকেই খোঁজ নেই সুজয় দাসের