নিখোঁজ গবেষক

বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ গবেষক

বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ গবেষকএখনও নিখোঁজ যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিউট অফ কেমিক্যাল বায়োলজির গবেষক সুজয় দাস।
দশমীর দিন বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি।
গতকাল ইছামতী নদীতে বিসর্জন দেখতে টাকি এলাকায় গিয়েছিলেন সুজয় দাস।
প্রতিমা বিসর্জন দেখতে নৌকো করে মাঝ নদীতে চলে যান গবেষক।
নৌকো উল্টে যাওয়ায় পর থেকেই খোঁজ নেই সুজয় দাসের।
নৌকোয় এগারোজন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
পাঁচজনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ পাওয়া যায়নি।
টাকি মিউনিপ্যালিটি এবং স্থানীয় থানা উদ্ধার কাজে তদারকি করছে।

First Published: Friday, October 7, 2011, 19:03


comments powered by Disqus