Last Updated: Saturday, December 21, 2013, 16:20
বিতর্ক পিছু ছাড়ছে না রিয়্যালিটি শো বিগ বস সেভেন-এর। তানিশা মুখার্জির প্রতি সঞ্চালক সলমন খানের পক্ষপাতিত্ব থেকে আরমান কোহলির বিরুদ্ধে সোফিয়া হায়াতের শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের,...মশলার কমতি ছিল না এই রিয়্যালিটি শো-এ। আর সব মশলার সমন্বয়েই চড়চড় করে বাড়ছিল বিগ বস-এর জনপ্রিয়তা। বিতর্কের কাঁধে ভর দিয়ে ফের লাইমলাইটে এই শো। এবার এফআইআর দায়ের করা হোল সলমন খান আর শো কর্তৃপক্ষের বিরুদ্ধে।