Last Updated: Tuesday, June 26, 2012, 11:15
২৬/১১ মুম্বই হামলার সময় করাচিতেই ছিল গোটা অপারেশনের কন্ট্রোলরুম। সেখানে বসেই আবু হামজার পাশাপাশি লস্কর কম্যান্ডার জাকিউর রহমান লখভি এবং আইএসআই-এর দুই মেজর- সামির আলি ও ইকবাল প্রতি মুহূর্তে যোগাযোগ রেখেছিল আজমল কসাভের সন্ত্রাসের দোসরদের সঙ্গে।