Last Updated: Friday, May 18, 2012, 19:24
জনতা-পুলিস সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চনশেরপুর। জনতা পুলিস খণ্ডযুদ্ধ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তিন দফায় জনতা পুলিস সংঘর্ষ হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠি চালায় পুলিস। অভিযোগ, এরপর পুলিস গুলিও চালায়।